Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেতাবগঞ্জ চিনি কল।
স্থান
সেতাবগঞ্জ
কিভাবে যাওয়া যায়
উপজেলা সদর দপ্তর থেকে ৫০০ মিটার দক্ষিন-পশ্চিমে অবস্থিত।
বিস্তারিত

১৯৩৫ সালে প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশন, বিএসএফআইসি -এর একটি প্রতিষ্ঠান। অবকাঠামোগত অবস্থান ও উৎপাদনঃ ১৯৩৩ (মাঝে ১৯৮০ সালে বন্ধ হয়ে যায়। অতঃপর ১৯৮২-৮৩ অর্থবছরে পুনরায় চালু হয়) মোট জমির পরিমাণঃ ৩,৮৬০ একর (কারখানা=২৫ একর, আবাসিক=২৫ একর, ইক্ষু ক্রয় কেন্দ্র=০৭ একর, এক্সপেরিমেন্টাল ফার্ম=১০৬.৮২ একর, কমার্সিয়াল ফার্ম=৩৬৯৬.১৮ একর) ইক্ষু মাড়াই ক্ষমতাঃ ১২৫০ মে. টন/দিন ২০০৮-২০০৯ অর্থবছরে মোট উৎপাদিত চিনিঃ ৩৫১৫ মে. টন ২০০৮-২০০৯ অর্থবছরে লাভ/ লোকসানঃ লোকসান ১১ কোটি টাকা।

 লোকবলঃ

অনুমোদিত

নিয়োজিত

কর্মকর্তা

শ্রমিক-কর্মচারী

কর্মকর্তা

শ্রমিক-কর্মচারী

৬২

৯৩৮

৫৬

৭৯৮