বোচাগঞ্জ উপজেলাটি ১৯৮৩ সালে মান উন্নীত থানায় রুপান্ত্রিত হয়। ১৯৮৪ সালে উপজেলায় উন্নীত হয়।তবে এটি উপজেলার বাইরে সেতাবগঞ্জ নামেই বেশী পরিচিত। উপজেলাটি ০৬টি ইউনিয়ন ও ০১টি ১ম শ্রেণী পৌরসভা নিয়ে গঠিত। সেতাবগঞ্জ পৌরসভাটি জমিদার সিতাব চাঁন নাহার এর নামে নামকরণ করা হয়। সেতাবগঞ্জ পৌর হাটটি রংপুর বিভাগের অন্যতম বৃহত্তম হাট। এ হাটটি প্রতিষ্ঠাকালে কুমিরের খেলা দেখানো হত। কুমিরকে স্থানীয়ভাবে বোঁচা বলা হয়। এই বোঁচা থেকেই এলাকার নামকরণ হয় বোচাগঞ্জ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস