Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

উপজেলা নির্বাহী অফিসার:    

মোঃ মারুফ হাসান                        

মোবাইল নং:                    ০১৭৬১-৪৯৩৫২৬

ফোন নং:                      ০৫৩২৫-৭৩০০৯ (অফিস)

e-mail.                        unobochaganj@mopa.gov.bd

                                        

          দিনাজপুর জেলার সর্ব উত্তর-পশ্চিম কোণে জেলা সদর থেকে প্রায় ২৮কি:মিটার দূরে বোচাগঞ্জ উপজেলা। একটি প্রথম শ্রেণীর পৌরসভা ও ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার জনসংখ্যা ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী ১লাখ ৬০ হাজার ৪৯ জন। পুরুষ ৮০ হাজার ৪শত ২৮ ও মহিলা ৭৯ হাজার ৬শ‍’২১জন। উপজেলার আয়তন ২২৪.৮০ বর্গকিলোমিটার। মৌজা সংখ্যা ১৪৪টি ও গ্রাম ১৪৬টি। অধিকাংশই কৃষিজীবী। দেশ তথা দিনাজপুর জেলার প্রসিদ্ধ ধান ও চাল ব্যবসা কেন্দ্র ছাড়াও এই উপজেলায় রয়েছে সেতাবগঞ্জ চিনিকল নামে একটি ভারী শিল্প প্রতিষ্ঠান ও সেতাবগঞ্জ হাট।

 

সড়ক পথেঃ

          ক) ঢাকা --পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলা থেকে পশ্চিমে বকুল তলা ৩০ কিমি,বকুল তলা থেকে ০৬ কিমি দক্ষিণে।

          খ) দিনাজপুর থেকে ৩০ কিমি উত্তর-পশ্চিমে।  

          গ) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা থেকে ১২ কিমি দক্ষিন-পূর্বে।

রেল পথেঃ

         ক)  দিনাজপুর থেকে ৩০ কিমি উত্তর-পশ্চিমে সেতাবগঞ্জ স্টেশন।

 

বিঃদ্রঃ  বোচাগঞ্জের সাথে আকাশ ও নৌ পথের কোন যোগাযোগ নাই।