Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংষ্কৃতি

বোচাগঞ্জ উপজেলায়  বিভিন্ন উপজাতি ও ভাষাভাসির মানুষ বসবাস করে।উপজেলাটি আকারে ছোট হলেও সব ধর্মের মানুষ এখানে বসবাস করে।

মুসলমানরা মসজিদ, হিন্দুরা মন্দিরে উপাসনা করে। ধর্মের নামে গোড়ামী খুব একটা দেখা যায় না। বিভিন্ন ধর্মের মানুষ সহ-অবস্থান করে শান্তিতে বসবাস করে যা সমাজে সহণশীলতার সাক্ষ্য বহণ করে।

সকল মানুষের ভাষা বাংলা হলেও এ অঞ্চলের কথ্য বাংলার ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন ‘‘মুই খাভে নাউ’’ অর্থাৎ আমি ভাত খাব না। এখানে ‘মুই’(আমি) শব্দটি দেশের বিভিন্ন অঞ্চলের কথ্য বাংলার সাথে সংগতি রক্ষা করেছে। ‘খাভে’(খাব) শব্দটি খাব শব্দের ‘ব’ বর্ণটি বর্ণচ্যুত হয়ে ‘ভ’ বর্ণে রূপ নিয়ে এখানকার আঞ্চলিক কথ্য ভাষার রূপটি পরিগ্রহ হয়েছে। আর ‘নাউ’ শব্দটি শুদ্ধ ‘না’ শব্দের সাথে অতিরিক্ত ‘উ’ বর্ণটি যুক্ত হয়ে কথ্য বাংলার রূপটি এ অঞ্চলের আপন সত্ত্বার আবহমান কাল ধরে বাহন হয়ে চলে আসছে।